মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
ধোঁয়াশা পরিস্থিতি

নিজেকে করোনামুক্ত দাবি ট্রাম্পের

টুইটে ফের 'বিভ্রান্তিকর' লেবেল সেঁটে দিল টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে :ফাউচি
যাযাদি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২০, ০০:০০
আপডেট  : ২৮ অক্টোবর ২০২০, ১৩:৩৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাস তথা কোভিড-১৯ থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং তিনি আর অন্যদের জন্য সংক্রমণের ঝুঁকি বহন করছেন না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ না দেখিয়েই নিজেকে পুরোপুরি করোনাভাইরাস মুক্ত বলেও দাবি করেছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স শনিবার ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানিয়েছিলেন, প্রেসিডেন্টের আরেকটি পরীক্ষা করা হয়েছে, আর তাতে দেখা গেছে, তিনি আর 'অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিতে' নেই। কিন্তু পরীক্ষায় ট্রাম্পের কোভিড-১৯ নেগেটিভ এসেছে কিনা সরাসরি তা জানাননি তিনি। এর পরদিন রোববার ফক্স নিউজের 'সানডে মর্নিং ফিউচার' অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমি সর্বোচ্চ পরীক্ষা পার হয়েছি, সর্বোচ্চ মানের পরীক্ষা আর আমি এখন দুর্দান্ত অবস্থায় আছি। মনে হচ্ছে আমি এর থেকে সুরক্ষিত, আমি জানি না, হয়তো দীর্ঘ সময়ের জন্য অথবা হয়তো অল্প সময়ের জন্য। সারাজীবনের জন্যও হতে পারে। আসলে কেউ জানে না।' যারা কোভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন, তাদের শরীরে কতদিন ধরে অ্যান্টিবডি বিদ্যমান থাকে আর তারা দ্বিতীয় সংক্রমণের ঝুঁকি থেকে কতদিন মুক্ত থাকবেন, সে বিষয়ে বৈজ্ঞানিক সাক্ষ্য-প্রমাণগুলো নিষ্পত্তিহীনই রয়ে গেছে। গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এরপর তিনদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। টুইটে ফের 'বিভ্রান্তিকর' লেবেল সেঁটে দিল টুইটার কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন হোয়াইট হাউসে। নিজের শারীরিক অবস্থা নিয়ে রোববার রাতে ট্রাম্পের করা একটি টুইটে 'বিভ্রান্তিকর তথ্যের' লেবেল সেঁটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্প ওই টুইটে করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি (রোগ প্রতিরোধ ব্যবস্থা) তৈরি হয়েছে জানিয়ে লিখেছেন, 'গতকাল (শনিবার) হোয়াইট হাউসের চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ প্রত্যয়ন পেয়েছি। ফলে আমি আর এটাতে (করোনায়) আক্রান্ত হবো না এবং কাউকে সংক্রমিত করব না। এটা জেনে খুব ভালো লাগছে।' কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের এমন দাবি না মেলায় টুইট বার্তায় দেয়া তার তথ্যকে বিভ্রান্তিকর অভিহিত করে সে সম্পর্কে সচেতন করতে সেখানে টুইটার কর্তৃপক্ষ লেবেল সেঁটে দিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এর আগেও ট্রাম্পের বেশ কিছু টুইটে এমন লেবেল সেঁটে দেয়া হয়েছিল। ট্রাম্পের ওই টুইটার গোপন করে টুইটার কর্তৃপক্ষ সেখানে লিখেছে, 'কোভিড-১৯ নিয়ে ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সংক্রান্ত টুইটার নীতিমালা লঙ্ঘন করেছে এই টুইট। তবে জনমানুষের আগ্রহের কথা বিবেচনায় টুইটটি একেবারে মুছে দেয়া হয়নি।' তাই লেবেলের পাশে ভিউ অপশনে টুইটটি পড়ার সুযোগ রাখা হয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণের তথ্য নিয়ে রহস্য করছে হোয়াইট হাউস। এতে ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকেও হিমশিম খেতে হচ্ছে। ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কি-না, হোয়াইট হাউসের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : ফাউচি এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, অনুমতি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি বিজ্ঞাপনে তার পুরনো একটি বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে স্বনামধন্য এই বিজ্ঞানী বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তার ওই ভিডিও ক্লিপকে কাটছাঁট করে বিজ্ঞাপনে বসানো হয়েছে, যা চরম বিভ্রান্তিকর। গত সপ্তাহে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন ক্যাম্পেইনের ওই বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউচির ৩০ সেকেন্ডের একটি পুরাতন (মার্চে ধারণকৃত) ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তাকে বলতে দেখা গেছে, করোনা মোকাবিলায় তারা যে ভূমিকা রেখেছেন তা অনন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে