শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান গুতেরেসের

যাযাদি ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, 'বর্তমানে আমাদের সামনে বহুপক্ষীয় ও নানামুখী সমস্যার আধিক্য রয়েছে। তবে বহুপক্ষীয় সমাধান নেই। জলবায়ু পরিবর্তন দ্রম্নত হচ্ছে। বায়োডারভারসিটি ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়ছে। ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। ভূ-রাজনৈতিক সমস্যা দ্রম্নতগতিতে বাড়ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মহামারি করোনাভাইরাস। যেটা বিশ্বকে আরও কোণঠাসা করে ফেলেছে। একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলা করতে পারি আমরা। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।' সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। যেখানে বিভিন্ন দেশের শীর্ষপর্যায়ের নেতারা বিশ্বের নানাবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানে প্রত্যেক সদস্য দেশ থেকে কেবল একজন করে প্রতিনিধি অংশ নিতে পারছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক অধিবেশনের আগে একদিনের এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের অধিবেশনে কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে সশরীরে নিউইয়র্কে গিয়ে বক্তৃতা করতে হচ্ছে না। সবার ধারণকৃত বক্তৃতা সাধারণ পরিষদের হলে একে একে সম্প্রচার করা হবে। চলতি বছরের শুরু থেকে কোভিড-১৯ এর বিস্তৃতি বিশ্বের কোটি কোটি মানুষকে গৃহবন্দি হতে বাধ্য করেছে। এতে থমকে পড়া অর্থনীতি বিশ্বের বিভিন্ন দেশকে কেবল নিজেদের স্বার্থের দিকে মনোযোগী করেছ। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে