শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
রেড অ্যালার্ট জারি

চীন-ভারত সংঘাতে উত্তপ্ত লাদাখ

চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের আরও এক সেনা নিহতের দাবি গণমাধ্যমের লাদাখের পর অরুণাচলেও সেনা বাড়াচ্ছে ভারত
যাযাদি ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাত দিনে পরপর দু'বার ভারত এবং চীনের সেনাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো। প্রথম দিন সামান্য সংঘাত হলেও দ্বিতীয় দিন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েনি বলেই খবর। তবে লাদাখে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে আছে যে, যেকোনো সময় ফের সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, ভারত-চীন সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাঠানো হয়েছে অতিরিক্ত সেনা। গোয়েন্দা সূত্র জানিয়েছে, পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে উত্তর পূর্ব ভারতের চীন সীমান্তে বড়সড় আক্রমণ চালাতে পারে চীন। সংবাদসূত্র : ডয়চে ভেলে, আল-জাজিরা, রয়টার্স ২৯ আগস্ট রাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে সংঘাত হয়েছিল ভারত এবং চীনের সেনাদের মধ্যে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ৩১ আগস্টেও একই ঘটনা ঘটেছে। তবে এবারে হাতাহাতি হয়নি। ভারতীয় সেনাকে প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে ঘিরে ধরেছিল চীনা বাহিনী। উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলেও কমান্ডারদের নির্দেশে দুই পক্ষই সরে যায়। ভারতের দাবি, চীন অন্যায্যভাবে দক্ষিণ প্যাংগং এলাকায় ভারতীয় এলাকায় ঢোকার চেষ্টা করছে। কিন্তু দিলিস্নতে চীনের দূতাবাস অত্যন্ত কড়া ভাষায় যে বিবৃতি জারি করেছে, তাতে বলা হয়েছে, ভারতীয় সেনা চীনের এলাকা দখল করে বসে আছে। যা দুই দেশের সীমান্ত চুক্তির বিরোধী। অবিলম্বে ভারতীয় সেনাকে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবি করেছে চীন। নতুন সংঘাতের উৎস একটি পাহাড়কে কেন্দ্র করে। প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে একটি পাহাড়ের দখল নিয়েছে ভারতীয় সেনা। কৌশলগত দিক থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনা ওই পাহাড়ের দখল নেওয়ার পর থেকেই চীনা বাহিনী বার বার সেখান থেকে ভারতীয় সেনাকে সরানোর চেষ্টা করছে। কিন্তু উচ্চতার সুযোগ নিচ্ছে ভারতীয় সেনা। এ নিয়েই আপাতত বিতর্ক চলছে। বস্তুত, ৩১ আগস্ট চীনের সেনা যখন ভারতীয় সেনাকে ঘিরে ফেলে, অদূরেই চুসুল সেক্টরে কমান্ডার স্তরের বৈঠক চলছিল দুই দেশের সেনার। তারই মধ্যে নতুন সংঘাতের খবর পৌঁছায়। কমান্ডাররা সেনাদের সরে যাওয়ার কথা বলেন। ফলে বড়সড় সংঘর্ষ হয়নি। চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের আরও এক সেনা নিহত এদিকে, চলতি সপ্তাহে লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার তিব্বতের এক এমপির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ১৯৬২ সালে চীন-ভারতের মধ্যে তুমুল সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিন থেকেই শান্ত ছিল এ অঞ্চল। মাস দুয়েক আগে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৫ জুন লাদাখ সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান। তবে এ ঘটনায় চীনের কতজন হতাহত হয়েছে তা জানায়নি দেশটি। ওই ঘটনার পর চলতি সপ্তাহে আবারও বিরোধ বেধেছে চীন-ভারত সীমান্তে। প্রথমে গত শনিবার, এরপর সোমবার একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই পক্ষই। তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি বলেন, শনিবার রাতের সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভূত এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এসময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হন। তবে ভারতীয় গণমাধ্যমে দেশটির কোনও সেনা নিহত হওয়ার খবর দেখা যায়নি। ভারত সরকারও এসএফএফের কার্যক্রম সম্পর্কে কোনও মন্তব্য করেনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শনিবার সীমান্তে স্থিতিশীল অবস্থা পরিবর্তনে চীনা সেনারা উসকানিমূলক সামরিক কর্মকান্ড করছিল। চীনের সঙ্গে দ্বন্দ্ব :অরুণাচলে সেনা বাড়াচ্ছে ভারত এদিকে, চলতি বছরের জুনে চীনের সঙ্গে সীমান্তের পশ্চিম অংশের লাদাখে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে ভারত তার পূর্ব সীমান্তে শক্তি বৃদ্ধি করে চলেছে বলে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। লাদাখ অঞ্চলে জুনের ওই সংঘর্ষটি গত কয়েক দশকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। মুখোমুখি ওই সংঘর্ষের রেশ না কাটায় অঞ্চলটিতে সহসা উত্তেজনা কমবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে দেশ দুটির সীমান্ত অঞ্চলে দুই পক্ষেরই নানান সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সবার চোখ যখন লাদাখে, সেই সময় অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় সেনাবাহিনীর আনাগোনা বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশের মধ্যে বিস্তৃত সংঘাতের জল্পনাও উসকে দিলেও ভারতের সরকার ও সামরিক বাহিনীর কর্মকর্তারা তা উড়িয়ে দিয়েছেন। অরুণাচল ভারতের নিয়ন্ত্রণে থাকলেও চীন এ প্রদেশটিকে তাদের বলে দাবি করে আসছে; তারা একে দক্ষিণ তিব্বত বলে অভিহিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে