যুক্তরাষ্ট্রে আরও ২৮ হাজারের বেশি আক্রান্ত

প্রকাশ | ২৩ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সময়ের সঙ্গে পালস্না দিয়ে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে আরও ২৮ হাজার ১৭৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। অপরদিকে, মারা গেছে এক হাজার ৪১৮ জন। সংবাদসূত্র : রয়টার্স আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ১৪০ এবং মারা গেছে এক হাজার ৪০৩ জন। করোনায় আক্রান্ত ও মৃতু্যতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃতু্যর ঘটনা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২২ হাজারের বেশি লোক। এর মধ্যে দেশটিতে মৃতু্যর সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ৮২ হাজারের বেশি। বর্তমানে করোনার এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে প্রায় ১৮ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। মারা গেছে প্রায় ২৯ হাজার মানুষ।