মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এইচএসসির ফল তৈরিতে প্রাধান্য এসএসসিকে

ম যাযাদি রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২০, ০০:০০

করোনার কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে ভিন্ন উপায়ে মূল্যায়ন করা হচ্ছে। জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ কীভাবে মূল্যায়িত হবে তার সন্তানের মেধা। গতকাল নতুন তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে পরীক্ষার্থীদের এসএসসির ফল প্রাধান্য পাবে। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলের ৭৫ শতাংশ ও জেএসসি পরীক্ষার ফলের ২৫ শতাংশ গণনা করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই ফল পাবেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কিছুটা গুরুত্বের সঙ্গে অংশ নেন। এটি এইচএসসিরও কাছে। তাই এসএসসির ফলের ওপর আমরা জোর দেব। এছাড়া অন্যান্য কী কী পদ্ধতিতে মূল্যায়িত হয়েছে সেগুলো যখন ফল প্রকাশ করা হবে তখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কারিগরির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষা হয় না। তাই শুধু এসএসসির ফলেই এসব শিক্ষার্থীর ফল দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে