শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় প্রাণ গেল আরও ৩৯ জনের

ম যাযাদি রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২৬ নভেম্বর ২০২০, ০০:৩৮

গত কয়েক দিন ধরে করোনায় মৃতু্যর হার বাড়ছেই। এ ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ৩৯ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার ২৮ জন, রোববার ৩৯, সোমবার ২৮ ও মঙ্গলবার ৩২ জনের মৃতু্য হয়। প্রতিদিনের মতো বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে পূর্বে জমা কিছু স্যাম্পলসহ মোট ১৬ হাজার ১ নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ পরীক্ষায় ২ হাজার ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন \হশনাক্ত হয়েছেন। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। এখন পর্যন্ত সুস্থ ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ এবং শনাক্ত বিবেচনায় মৃতু্যর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃতু্যর ঘটনা ঘটে। বুধবার পর্যন্ত মোট মৃতু্য ৬ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৮২ (৭৬ দশমিক ৮ শতাংশ) ও নারী ১ হাজার ৫০৫ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)। এখন পর্যন্ত মৃত ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৪৩৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৬৯৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭৯১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৪০ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৪৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩১ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৩ হাজার ৪৪৮ জন ঢাকা বিভাগের, ১ হাজার ২৪৭ জন চট্টগ্রাম বিভাগের, ৩৯৭ জন রাজশাহী বিভাগের, ৪৯০ জন খুলনা বিভাগের, ২১৫ জন বরিশাল বিভাগের, ২৬৪ জন সিলেট বিভাগের, ২৯৪ জন রংপুর বিভাগের এবং ১৩২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে চলিস্নশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন। মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৩ জন, খুলনা ২ জন, রংপুর ২ জন এবং সিলেটে ১ জন রয়েছেন। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৯৪৩ জন। ছাড় পেয়েছেন ৭১৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৯৩৫ জন। ছাড় পেয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৬৯৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০২ জন আর ছাড় পেয়েছেন ১৬২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯০ হাজার ২২৭ জন আর ছাড় পেয়েছেন ৭৭ হাজার ৬৪৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫৩৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে