শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

যাযাদি ডেস্ক
  ০৬ জুন ২০২৪, ১১:০৪
আপডেট  : ০৬ জুন ২০২৪, ১১:০৭
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৬ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জবাবে নির্ধারিত ওভার শেষে ১২৫ রানে থামে ওমানের ইনিংস। আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় অজিরা। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আয়ান খান।

১৮ রান আসে আকিব ইলিয়াসের ব্যাট থেকে। বাকি সবাই আউট হয় এক অঙ্কের রানে। অজিদের পক্ষে ৩টি উইকেট তুলে নেন স্টয়নিস। এছাড়া ২টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। ১টি উইকেট পান নাথান এলিস।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। বিলাল খানের বলে খাৃলিদ কাইলের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার ট্র্যাভিস হেড। ক্রিজে আসেন অধিনায়ক মিচেল মার্শ। ১৪ রান করে শোয়েব খানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনিও।

পরেই বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন দলের তারকা ব্যাটার গেøন ম্যাক্সওয়েল।তবে দুর্দান্ত অর্ধশতক তুলে নেন ডেভিড ওয়ার্নার। ৫৬ রান করে বিদায় নেন ওয়ার্নার। শেষ পর্যন্ত স্টয়নিসের ঝড়ো ৬৭ রানের সুবাদে ১৬৪ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংসর। এ জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এলো অজিরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে