২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ৫ ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এবার আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে এই সিরিজ শুরু হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে এই সিরিজ শুরু হবে। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচই হবে ফয়সালাবাদে। এই সিরিজ দিয়েই প্রায় ১৭ বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফিরছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০০৮ সালের এপ্রিলের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত এই স্টেডিয়ামে। সেই ম্যাচেও ছিল বাংলাদেশ। আর প্রত্যাবর্তনের গল্পেও থাকছে টাইগারদের নাম।
সিরিজের বাকি তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এই ম্যাচ তিনটি। সিরিজের সব ম্যাচই বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় হবে।
প্রাথমিকভাবে এই সফরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দল দুটির। তবে আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় ।
এদিকে আগামী জুলাইয়ে আবারও সিরিজ খেলবে দল দুটি। তবে এটি অবশ্য এফটিপির বাইরের সিরিজ। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়ে গেল মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আলোচনা করেছিলেন বিসিবি ও পিসিবির সভাপতি ।
যাযদি/ এসএম