সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে ২২৭ রানের জবাবে ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। বড় লিডের স্বপ্ন ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ সেশনে এসে ব্যাটিং ধসের মুখে পড়তে হলো নাজমুল হোসেন শান্তর দলকে।
এই সেশনে ৩০ ওভারে মাত্র ৮৬ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৫৯ থেকে ২৭৯-এই ২০ রানের মধ্যেই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট খোয়ায় টাইগাররা। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখন তাদের লিড ৬৪ রানের। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ১৬ আর তাইজুল ইসলাম ৫ রান নিয়ে।
অথচ আগের সময়টায় চমৎকার ব্যাটিং করে দীর্ঘ খরা কাটিয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছিলেন ৩৯ ছুঁইছুঁই ব্যাটসম্যান। কিন্তু অহেতুক রানআউটে অপমৃত্যু ঘটে ৪০ রানের ইনিংসের। এই আউটই যেন বাংলাদেশের গোটা দিনের ‘হাইলাইটস।’ একের পর এক উইকেট ছুড়ে বড় ইনিংসের সুযোগ হারিয়েছেন ব্যাটসম্যানরা।
এর মাঝেও অবশ্য ব্যতিক্রম ছিলেন সাদমান ইসলাম। প্রায় চার বছর পর টেস্টে সেঞ্চুরি করে দলের লিড পাওয়ায় বড় অবদান রাখেন বাঁহাতি ওপেনার। তার ব্যাটে ভালো কিছুর আশা জাগালেও অন্যদের ব্যর্থতায় দিনের শেষ দিকে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হতাশাই সঙ্গী স্বাগতিকদের।
অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ভিক্টোর মাসেকেসা। ১টি করে উইকেট শিকার করেন এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা এবং ব্রায়ান বেনেট।
দুই ম্যাচের সিরিজে সিলেটে চার দিনে গড়ানো প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সেই দল থেকে তিনজনকে পরিবর্তন করে দ্বিতীয় টেস্ট খেলছে টাইগাররা। অভিষেক হয়েছে নাইম হাসানের।