টাইগার শিবিরে উইকেটের হানা

প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৫, ১৫:২০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ১৫:২১

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

প্রথম সেশনে উইকেটবিহীন দাপট দেখানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারিয়েছে ৩ উইকেট। 

প্রথম সেশনে এনামুল হক বিজয়কে কট বিহাইন্ড করে শুরুটা করেন ব্লেসিং মুজারাবানি। ১১৮ রানের জুটি ভাঙে তাতে। হাফ সেঞ্চুরি থেকে ১১ রানের দূরত্বে থেকে ফিরে যান তিনি। 

এরপর মুমিনুল হকের সঙ্গে মিলে সাদমান ইসলাম বাংলাদেশকে একটু একটু করে চালকের আসনে নিয়ে যাচ্ছিলেন। একটু পরপর দুজনেই বড় বড় শট খেলছিলেন এদিক ওদিকে। 

সাদমান তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখাও পেয়ে যান দারুণ এক কাভার ড্রাইভে। ২৬ ইনিংস পর তিন অঙ্ক ছোঁন তিনি। তবে ২ বলে দুজনকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে গেলেন মুমিনুল। তিনি ওয়েলিংটন মাসাকাদজার বলে ক্যাচ দেন বেন কারানের হাতে। পরের বলেই সাদমান বিদায় নেন। 

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। ৯ রান করে মুশফিকুর রহিম ও ২ রান করে ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনে ৩১ ওভার ব্যাট করে ১০০ রান তুলে বাংলাদেশ হারায় ৩ উইকেট। জিম্বাবুয়ে থেকে আর মাত্র ২২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

উল্লেখ্য, সিলেট টেস্টে হেরেছে বাংলাদেশ। ফলে যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে এই টেস্টে জিততেই হবে স্বাগতিকদের।

যাযাদি/ এসএম