শতরানের জুটি ব্যর্থ উইলিয়ামস-ওয়েলচের

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৮

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

৭২ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর দারুণ এক জুটি গড়ে নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। তৃতীয় উইকেট জুটিতে নিক ওয়েলচের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন শন উইলিয়ামস। শতরানের জুটি গড়ার স্রেফ ১০ রান দূরে ছিলেন এর মধ্যে রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে যান ওয়েলচ। তার আগেই অবশ্য ব্যক্তিগত ফিফটি তুলে নেন তিনি। ১৩১ বলে করেন অপরাজিত ৫৪ রান। আর পাঁচে নেমে সুবিধা করতে পারেননি ক্রেইগ এরভিন। দ্রুত বিদায় নেন তিনি। এর কিছুক্ষণ পর বিদায় নেন উইলিয়ামসও। দুর্দান্ত এক ক্যাচ নেন তানজিম হাসান সাকিব।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহে  ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান।  

এর আগে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই দাপট ছিল জিম্বাবুয়ে ব্যাটারদের। লাঞ্চের আগে জিম্বাবুয়ের কেবল দুই উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম ফেরান দুই ওপেনারকে।

চট্টগ্রামে সকাল থেকে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিং সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। এই পেসারের অফ স্টাম্পের বাইরে থাকা বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। ততক্ষণে এই জুটি থেকে আসে ৪১ রান।

দলীয় ৭২ রানে বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।

বাংলাদেশ একাদশে এসেছে তিনটি পরিবর্তন-নাহিদ রানা স্কোয়াডে নেই, অভিষেক হয়েছে তানজিম হাসানের, তিন বছর পর ফিরেছেন এনামুল হক বিজয় এবং দলে যোগ হয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। হারলে ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারার তিক্ত অভিজ্ঞতা হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য।