চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনে জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও, দ্রুতই তারা দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। ২৬ ওভার শেষে তারা ৮৭ রানে দুই উইকেট হারায়। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে পাওয়া জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। এই ম্যাচ জিতলে বা ড্র করলে জিতবে সিরিজ।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন খেলার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ২০ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৭৩ রান।
দলটির ওপেনার ব্রায়ান বেনেট (২১) ও বেন কারান (২১) ভালই শুরু করেছিলেন। তবে, তানজিম হাসান সাকিবের বলে বেনেট ফিরে যান, এবং পরে তাইজুল ইসলামের বোলিংয়ে কারান আউট হন।
জিম্বাবুয়ে শিবিরে একেবারে শুরুর দিকে আঘাত হানতে পারেনি বাংলাদেশ। আবার উইকেট পেতে ১০ ওভারের বেশিও অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দলের দর্শকদের। ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
অফসাইডে এক্সটা বাউন্স দিয়ে জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটকে (৩৩ বলে ২১) উইকেটরক্ষক জাকের আলী অনিকের ক্যাচ বানান তানজিম। ৪১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় এবং সর্বশেষ টেস্টে চট্টগ্রামে তাই জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলস, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা, ভিনসেন্ট মাসেকেসা ও ব্লেসিং মুজারাবানি।
যাযাদি/ এসএম