প্রিমিয়ার লিগের মুকুট এবার ফিরল অ্যানফিল্ডে। টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই ২০তম ইংলিশ শীর্ষ লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ক্লাব ইতিহাসের দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও তারা দেখাল অভিজাত রাজকীয়তা।
ম্যাচের ১২ মিনিটেই ডমিনিক সোলাঙ্কের গোলে এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম। কিন্তু লিভারপুলের প্রতিক্রিয়া ছিল বিদ্যুতগতির মাত্র চার মিনিট পর লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর যেন গতি বদলে যায় ম্যাচের। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপো দারুণ দুটি গোল করে প্রথমার্ধেই ব্যবধান ৩-১ করেন। দ্বিতীয়ার্ধে গোলের খরা কাটাতে মরিয়া মোহামেদ সালাহও নাম লেখান স্কোরশিটে।
শেষের দিকে টটেনহ্যামের ডেস্টিনি উডোগির আত্মঘাতী গোলে লিভারপুলের গোলের খাতায় যোগ হয় পঞ্চমটি। শিরোপার জন্য অপেক্ষা করতে হয়নি শেষ দিনের নাটকের। অ্যানফিল্ডে সমর্থকদের সামনে রাজকীয় প্রদর্শনীর মধ্য দিয়েই চার ম্যাচ হাতে রেখেই উৎসব শুরু করে দিল আর্নে স্লটের দল।
যাযাদি/ এসএম