ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামের বন্দুক হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলাকে সমর্থন করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘পেহেলগামের ঘটনা কোনো রসিকতা নয়। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত, সেটা ১০০ শতাংশ। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোনো মজার বিষয় নয়। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’
২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের বহনকারী বাসে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নেই এক দশকেরও বেশি সময়। ২০১৩ সালের পর থেকে দুই দল কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে।
তবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বিসিসিআই আইসিসি এবং এসিসিকে চিঠি দিয়ে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলায় আপত্তি জানাতে পারে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
বিসিসিআইও এই বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করেছে। আইপিএল চলাকালীন এই হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছিল।
হায়দ্রাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়রা কালো ব্যান্ড পরেন। এই ম্যাচে কোনও চিয়ারলিডার ছিল না। এমন কী কোনও গান বা আতশবাজি ব্যবহার করা হয়নি।
বলা হচ্ছে যে, বিসিসিআই পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানকে নিয়ে আরও কঠোর হতে পারে। আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানের দল একই গ্রুপে নাও থাকতে পারে। যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই।
চলতি বছরই দুটো বড় টুর্নামেন্ট রয়েছে—সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে শুরু হয়ে অক্টোবরে শেষ হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টের ভেন্যু ও গ্রুপিং এখনো চূড়ান্ত হয়নি।