শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

গোল পাননি মেসি, বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৫, ১৫:২৭
গোল পাননি মেসি, বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি
ছবি: সংগৃহীত

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। জ্বলে উঠতে পারেননি লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসরাও।

শুক্রবার (২৫ এপ্রিল) বিসি প্লেস স্টেডিয়ামে ইন্টার মায়ামিকে আতিথ্য দেয় ভ্যাঙ্কুভার। স্বাগতিকদের হয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট ও সেবাস্তিয়ান বারহাল্টার।

ম্যাচের শুরু থেকেই ভ্যাঙ্কুভার ছিল আক্রমণাত্মক। ২৪তম মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। পেদ্রো ভিতের ক্রসে হেডে গোল করেন মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় মায়ামি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় অতিথি দলের ফরোয়ার্ডরা।

৬৭তম মিনিটে আলবার ক্রসে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ঠিক চার মিনিট পর সমতায় ফেরার আরও একটি সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ৭১ মিনিটে এই সুযোগ হাতছাড়া করেন মেসি।

মায়ামির সুযোগ মিসের মহড়ায় ব্যবধান বাড়িয়ে নেয় ভ্যাঙ্কুভার। ৮৫ মিনিটে জেইডেন নেলসনের অ্যাসিস্টে গোল করেন স্বাগতিক মিডফিল্ডার সেবাস্তিয়ান বারহাল্টার।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১ মে) ফিরতি লেগে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে