পাকিস্তানের সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৪:১০

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

এমনিতেও দুদলের দেখা খুব একটা হয় না। আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। 

দ্বিপাক্ষিক সিরিজও খেলছে না প্রায় দেড় দশক। এবার সেটির পরিধী হয়ত বাড়তে যাচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, নিকট ভবিষতে দুদলের সিরিজ হবে না।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে হামলার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মাদের ক্রিকেট বোর্ড। দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২ সালে। সাম্প্রতিক বছরগুলিতে সিরিজের দাবি উঠেছিল। তবে পহেলগামের হামলা সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে।

বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা গণমাধ্যমকে ঘোষণাই দিয়েছেন আজ, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। 

আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না।‘

আইসিসিকে টেনে বিসিসিআই সহ-সভাপতি বলেছেন, ‘আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’


ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ও আবেগের শীর্ষে থাকে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপাক্ষিক ক্রিকেট দীর্ঘদিন ধরে বন্ধ। 

আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই দেখা যায় না। পহেলগামে হামলার পর এই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।