বিপদে বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৩:১৮

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেট টেস্ট জয়ের জন্য জিম্বাবুয়েকে তিনশ রানের টার্গেট দিতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু বাস্তবতা ভিন্ন হলো। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল-আউট হয়ে বাংলাদেশ লিড নিয়েছে ১৭৩ রানের। ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে বাংলাদেশ ২০৪ রানের কম ডিফেন্ড করতে পারেনি। অবশ্য জিম্বাবুয়েও চতুর্থ ইনিংসে  ১৬২ রানের বেশি করে জিততে পারেনি।

৪ উইকেটে ১৯৪ রান নিয়ে আজ বুধবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলি ২১ রানে অপরাজিত ছিলেন। তবে ব্লেসিং মুজারাবানির করা দিনের দ্বিতীয় বলেই ভিক্তর এনুইচির হাতে ধরা পড়েন শান্ত। আউট হওয়ার আগে খেলেন ১০৪ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানের ইনিংস। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর ছোট্ট একটা ধস নামে। ব্যর্থতার ধারা অব্যাহত রাখেন মেহেদী হাসান মিরাজ। ১১ রান করে শিকার হন মুজারাবানির।

এর মাধ্যমে পঞ্চম শিকার ধরেন জিম্বাবুয়ের পেস তারকা। তাইজুল ইসলাম করেন ১ রান। পরপর দুই বলে হাসান মাহমুদ (১২), খালেদ আহমেদকে (০) তুলে নেন ওয়েলিংটন মাসাকাদজা। ১১১ বলে ৫৮ রান করে একাই লড়াই করা জাকের আলীকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন মুজারাবানি।

দ্বিতীয় ইনিংসে  ২০.২ ওভার বল করে ৫ মেডেনসহ ৭২ রানে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের যে কোনো বোলারের সেরা বোলিং ফিগার এটাই।

যাযাদি/ এসএম