সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

৮২ রানের লিড জিম্বাবুয়ের, মিরাজের ৫ উইকেট

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৫, ১৭:০৩
৮২ রানের লিড জিম্বাবুয়ের, মিরাজের ৫ উইকেট
ছবি: সংগৃহীত

হতাশার প্রথম দিনের পর দ্বিতীয় দিনের শুরুতে ১৯ রানের মধ্যেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস-ওয়েসলে মাধেভেরেদের ব্যাটে লিড নিয়ে দলীয় রান দুই শ পার করেছে তারা। অবশেষে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। লিড নিয়েছে ৮২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ সোমবার দ্বিতীয় দিন বাংলাদেশ দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছিল পেসারদের সৌজন্যে। আগের দিনের সঙ্গে ২ রান যোগ হতেই বেন কারেনকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ।

বেশিক্ষণ টিকতে পারেননি ইনিংসের শুরু থেকেই মারকুটে সব শট খেলা ব্রায়ান বেনেট, শিকারী ওই নাহিদই। দুর্দান্ত এক বাউন্সারে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দিতে বাধ্য হন তিনি। ফেরার আগে ৬৪ বলে ১০টি চারে ৫৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

৮৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বেনেট ফেরার পর একই রানে পরের ওভারে নিক ওয়েলচকে ফেরান হাসান মাহমুদ। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হন তিন নম্বরে নামা এই ব্যাটার। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন।

তবে মধ্যাহ্ন বিরতির একটু আগে ভাঙে এই জুটি। দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন আরভিন (৩৯ বলে ৮)। নাহিদের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে।

বিরতি থেকে ফিরে দুর্দান্ত ব্যাট করতে থাকে জিম্বাবুয়ে। উইলিয়ামস-মাধেভেরের ৪৮ রানের জুটি ভাঙে খালেদ আহমেদের আঘাতে। সরাসরি মাধেভেরেকে (২৪) বোল্ড করেন খালেদ। দলের সঙ্গে আর ১৬ রান যোগ হতে ফেরেন দারুণ ব্যাটিং করতে থাকা উইলিয়ামসও (৫৯)। মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি।

তবে এরপর মাসাকাদজাকে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন মায়াভো। ৪২ বলে ৬ রান করা মাসাকাদজাকে ফেরান মিরাজ। সেই মিরাজের শিকার হয়েই ৩৫ রান করা মায়াভো মাঠ ছাড়েন। সফরকারীদের শেষের দুই উইকেট ব্লেসিং মুজারবানি ও ভিক্টর নিয়াউচিকেও আউট করেন এই স্পিনার। সেইসঙ্গে ১১তমবার টেস্ট ক্যারিয়ারে ৫ উইকেট দখল করেন। রিচার্ড এনগাভারা ২৮ রানে অপরাজিত থাকেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে