শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

৩ উইকেট পতনের পর একশ ছাড়ালো জিম্বাবুয়ে

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৯
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১১:৫০
৩ উইকেট পতনের পর একশ ছাড়ালো জিম্বাবুয়ে
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল জিম্বাবুয়ে। তাই ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় দিনের শুরুটা ভালো করতেই হত বাংলাদেশের। পেসারদের কল্যাণে আপাতত শুরুটা ভালোই হলো নাজমুল হোসেন শান্তর দলের। নাহিদ রানা-হাসান মাহমুদরা দ্রত ৩ উইকেট শিকার করে ম্যাচে ফেরার আভাস দিয়েছেন।

দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।

নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭। পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে