বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, বড় লিডের পথে বাংলাদেশ
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে ম্যাচ পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। নাহিদ রানার ৬১ রানে ৫ উইকেট শিকারে মাত্র ১৪৬ রানে থেমে গেছে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। দিনশেষে ৫ উইকেটে ১৯৩ রান তোলা বাংলাদেশের লিড হয়েছে ২১১ রানের। উইকেটে আছেন জাকের আলী অনিক (২৯) ও তাইজুল ইসলাম (৯)।
কিংসটনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। এতে ১৮ রানের লিডও পেয়ে যায় টাইগাররা। যে লিড ছিল সফরকারীদের জন্য অনেকটা স্বপ্নের মতো। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার প্রথম ইনিংসে দুইশর কম রান করেও লিড পেল বাংলাদেশ।
টাইগারদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কারিগর হলেন নাহিদ রানা। জ্যামাইকায় গতির ঝড় তুলে একাই তুলে নেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ফাইফার পূর্ণ করেন রানা। এজন্য ডানহাতি এই পেসারকে খরচা করতে হয়েছে ৬১ রান।
লাঞ্চ বিরতির পর মাত্র ৩ ওভারে খেলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরপর আক্রমণাত্মক বোলিং করতে থাকে ক্যারিবীয়রা। এক পর্যায়ে তারা উইকেটে থাকা দিপু ও সাদমান ইসলামকে স্লেজিং শুরু করে। ক্যারিবীয়দের স্লেজিং চরম পর্যায়ে চলে গেলে এতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকেও। স্বাগতিক দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে কথা বলতে দেখায় আম্পায়ারের সঙ্গে।
অপ্রত্যাশিত এসব ঘটনার মারকুটে হয়ে ওঠেন বাংলাদেশের ব্যাটাররা। ৪ বল খেলে ০ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হলেও নির্ভয়ে ব্যাটিং করেন দিপু ও সাদমানরা। প্রথম ওভারে জেডেন সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়।
২৬ বলে ২৮ রানের ইনিংস খেলে আলজেরি জোসেফের বলে আউট হন শাহাদাত হোসেন দিপু। মিরাজের সঙ্গে ৭০ রানের জুটি করে ৮২ বলে ৪৬ রান করে আউট হন সাদমান। মিরাজ ছিলেন আক্রমাণত্মক। ৩৯ বলে ৪২ রান করে শামার জোসেফের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন বাংলাদেশ অধিনায়ক। জাস্টিন গ্রেভসের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে ২৫ রান করেন লিটন দাস।
যাযাদি/ এসএম