শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরায় সাফ জয়ী ৩ ফুটবলারকে গণসংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ১৫:০১
আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৫:০৪
ছবি: যায়যায়দিন

লাল গালিচা আর জমকালো আয়োজনে সাফ জয়ী সাতক্ষীরার কৃতি তিন নারী ফুলবলার অধিনায়ক সাবিনা, মাসুরা ও আফঈদাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি সাতক্ষীরার কৃতি সন্তান অধিনায়ক ও মিডফিল্ডার সাবিনা খাতুন, দুই ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তি।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারী তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।

গণ সংবর্ধনা পেয়ে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, যখনই আমরা ভালো খেলা করে সফলাত অর্জন করি। তখনই আমাদের সাতক্ষীরার মানুষ আমাদেরকে সংবর্ধন দিয়ে উৎসাহিত করে। এটি আমাদের জন্য অনেক গর্বের। খেলার ধারাবাহিকতা রেখে আগামীদিনে আরও ভালো কিছু উপহার দিতে সেজন্য সবার কাছে দোয়া প্রাথর্না করেন।

গণ সংবর্ধনা পেয়ে ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, খেলায় সফলতা পাওয়ার পর দেশের মানুষ আমাদের যেভাবে সাপোর্ট করে এতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। জেলার মানুষকের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অনেক ভালো লাগছে। এই সংবর্ধনা দেখে নতুন প্রজন্মের খেলোয়ড়রা আরোও উজ্জিবিত হবে।

গণ সংবর্ধনা পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ক্রিকেট, ফুলবল, হ্যান্ড, ভলিবল, এ্যাথলেটিক্সসহ একশো জনের অধিক কৃতি খেলেয়াড় রয়েছে। এসব খেলোয়াড়ার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এজন্য এই জেলাকে খেলোয়াড় তৈরীর উর্বর ভূমি বলা হয়। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জেমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যার কারণে পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসকে বাধার সৃষ্টি করছে। নুতন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ক্রিকেটার সৌম্য-মোস্তাফিজ, ফুলবলার সাবিনা, মাসুরা ও প্রান্তির মতো অনেক কৃতি খেলোয়াড় এই জেলাকে বিশ^ দরবারে পরিচিত করেছে। তারপরও ক্রীড়াঙ্গনে অনেক সমস্যা আছে। স্টেডিয়াম, ক্রীড়া কম্পপ্লেক্সসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে জেলাকে এগিয়ে নিয়ে যাবো।

এদিকে আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতির আয়োজন করা হয়।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে