চ্যাম্পিয়ন্স ট্রফি 

ভারতের বিরুদ্ধে পাকিস্তান না যেতে বিভিন্ন বোর্ডকে ঘুষ দেবার অভিযোগ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২৯

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা দিন দিন বেড়েই চলেছে। এবার ভারতের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিতে ভারত নাকি অন্য দেশগুলোকে ঘুষ দিচ্ছে!

 

পাকিস্তানের অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি কয়েকটি দেশের বোর্ডকে মোটা টাকার লোভ দেখিয়েছে। ভারতীয় বোর্ড প্রস্তাব দিয়েছে, আইসিসি থেকে যে আয় ভারতের হয়, সেখান থেকে একটা অংশ তাদের ভাগ দেওয়া হবে। এর বাইরেও বাড়তি আর্থিক প্রলোভন দেখানো হয়েছে। এর বাইরে সেসব দেশকে দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। এর বদলে তাদের কেবল পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়ার ভারতীয় প্রস্তাবে সায় দিতে হবে। তবে এই ঘুষের ব্যাপারে আইসিসির কাছে কোনো অভিযোগ করেনি তারা।


ভারতের আপত্তির কারণেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। তারা সেখানে খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইসিসিকে। প্রয়োজনে হাইব্রিড মডেলে আয়োজনের পরামর্শও দিয়েছে তারা। কিন্তু পাকিস্তানও জানিয়ে দিয়েছে, একটি ম্যাচও তারা অন্য দেশে যেতে দেবে না। এই অনিশ্চয়তার ভেতরেই গত কয়েক দিন ধরে আগামী বছরের শুরুতে হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে নানা কার্যক্রম চালাচ্ছে আইসিসি। 

সে সঙ্গে আইসিসি ভারতকে চিঠি দিয়েছে, কেন তারা পাকিস্তানে খেলতে যাবে না সেটা লিখিতভাবে জানাতে। ভারত ছাড়া আর কেউ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিরোধিতা করছে না। যে কারণে ভারতের এই দাবি জোরালো ভিত পাচ্ছে না। তাদের দাবি জোরোলো করতেই ভারত অন্য দেশগুলোকে তাদের পক্ষে টানতে মাঠে নেমেছে বলে মনে করা হচ্ছে।

যাযাদি/ এস