শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের আপত্তি, ঢাকার সম্ভাবনা 

ক্রীড়া ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৮
ছবি: সংগৃহীত

২০১৭ সালে শেষবার অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার কারণে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা কাটছেই না। অবশ্য বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর, একাধিক দেশ ঘুরে ঢাকায় আসছে টুর্নামেন্টটির ট্রফি। যা দেখার সুযোগ পাবেন সমর্থকরাও।

জানা গেছে, এই ট্রফি পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে, যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে। এরই মধ্যে ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে। আর বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যা ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিন কেজি একশ’ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি নেওয়া হবে মিরপুর স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। দর্শকরাও এক ঝলক দেখতে পাবেন ট্রফিটি। ১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

আইসিসির প্রোমোতে পাকিস্তানেই আয়োজনের ইঙ্গিত

পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসেবে উপস্থাপন করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারণামূলক প্রোমো ভিডিও প্রকাশ করেছে আইসিসি। প্রোমোটিতে আকর্ষণীয়ভাবে লোগো এবং ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। এটিতে ক্রিকেটের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেড় মিনিটের ভিডিওতে অংশগ্রহণকারী দেশগুলো এবং পাকিস্তানের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে।

ভিডিও প্রকাশ সত্ত্বেও ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েই গেছে অনিশ্চয়তা। আইসিসি দলটির অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা ইস্যু দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলে বারবারই জানিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)।

এদিকে ভারতের বিরুদ্ধে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টিম ইন্ডিয়া খেলতে না আসলে আগামীতে তাদের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। পিসিবির ঘনিষ্ঠ সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।

গণমাধ্যমে আগেই টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর নিয়ে আলোচনা হয়েছিল। তবে পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নাকচ করেছে। আসর যতই ঘনিয়ে আসছে, জটিলতাও আরও বাড়ছে। সবার চোখ এখন আইসিসি, বিসিসিআই এবং পিসিবির দিকে। শেষ পর্যন্ত কি হয় এবার সেটাই দেখার অপেক্ষা।

পাকিস্তান সরে দাঁড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে চায় না। একই কারণে গত এশিয়া কাপে হাইব্রিড মডেলের দিকে পা বাড়াতে বাধ্য হলেও, এবার কঠোর অবস্থানে পাকিস্তান। কোনোভাবে এই টুর্নামেন্ট দেশটি থেকে সরে যেতে দিতে চায় না পিসিবি। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ।

পিসিবির এক কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে কোনো আপস করা হবে না। যতক্ষণ না ওরা (ভারত) পাকিস্তানে এসে খেলতে চাইবে, কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও।

দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকারের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা। তাই আইসিসির কাছে তারা জানতে চেয়েছে পাকিস্তানে এসে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিসিআই কি শুধু মৌখিকভাবে বলেছে? আর লিখিত দিলে সেটার কপি চেয়েছে নাকভির ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের এই হুমকির মধ্যেই বিকল্প পরিকল্পনার তৈরি করছে ভারত। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি প্রত্যাহার করলে টুর্নামেন্টটি আয়োজক হতে আগ্রহ দেখাবে ভারত। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার কথা বলা হলেও, এসএ টি২০ লিগের কারণে এই রেস থেকে নিজেদের সরিয়ে নিয়েছে প্রোটিয়ারা।

তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালে কন্ডিশন বিবেচনায় ভারতই এই টুর্নামেন্ট আয়োজন করতে চাইবে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে স্পোর্টস টাক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমনটি ঘটলে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ, আইসিসি সম্পচারকারীদের প্রায় ৬৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে পিসিবিকে। ভারতীয় রুপিতে সংখ্যাটা দাঁড়াবে ৫৪৮.৬১ কোটিতে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে