ম্যাচের প্রায় শুরুতেই পিছিয়ে পড়েছিল প্যারাগুয়ে। এরপর দারুণ দুটি গোল মিলল স্বাগতিকদের। পরে জমাট রক্ষণে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ দেন নস্যাৎ করে দেয় দলটি। তাতে অসাধারণ এই জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আশা জোরালো করল প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্যারাগুয়ের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। দলের হয়ে লাউতারো মার্তিনেজ গোল করে এগিয়ে দিয়েছেন। পরে এন্তনিও সানাব্রিয়া ও ওমর আলদেরেতের গোলে জয় মিলে স্বাগতিকদেরই।
বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারাল প্যারাগুয়ে। গত সেপ্টেম্বরে এই দেল চাকো স্টেডিয়ামেই হেরেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল । রাফিনহার গোলে এগিয়ে দিলেও ব্রাজিল অল্প সময়ে গোল হজম করে। সুযোগ ছিল ফের লিড নেওয়ার। ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হোন। প্রথমার্ধে এগিয়ে গেলে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। তেলোস্কা সেগোভিয়া বিরতির কিছুক্ষণ পর গোল শোধ দেন।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল চিলির মাঠে ২-১ গোলে জেতার পর পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। ভেনেজুয়েলার বিপক্ষেও আক্রমণাত্মক শুরু করে তারা। নবম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় ব্রাজিল। নিজেদের প্রান্তে ভেনেজুয়েলা বল হারালে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে কাটব্যাক করেন ভিনিসিয়ুস। ভালো জায়গায় বল পেয়েও বাইরে পাঠান রাফিনহা।
২২তম মিনিটে সাভিনহোর থ্রু পাস বক্সে পেয়ে ভিনিসিয়ুস পোস্টে বল মারেন। বক্সের বাইরে থেকে নেওয়া গারসনের ফিরতি শট ঝাঁপিয়ে ঠেকান কিপার। কয়েকটি দারুণ সুযোগ নষ্ট হওয়ার পর ব্রাজিল এগিয়ে যায় ৪৩তম মিনিটে। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া রাফিনহার শটে দূরের পোস্টের ভেতরের দিকে লেগে বল জাল খুঁজে পায়।
বিরতি থেকে ফেরার ৩৮ সেকেন্ডে সতীর্থের কাটব্যাকে বক্সের মুখ থেকে শট নিয়ে জাল কাঁপান তেলোস্কা। ৮৯তম মিনিটে আলেক্সান্দার গঞ্জালেস ফাউল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিয়ুস। তাকেও আঘাত করে লাল কার্ড দেখেন গঞ্জালেস।
উল্লেখ্য, ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভেনেজুয়েলা। টেবিলের সেরা ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
যাযাদি/ এস