যে কারণে দলে নেই লিটন দাস

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৯

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ চট্টগ্রাম টেস্টে লিটন দাস নেই, এমন খবর  শুনার পর অনেকেরই মন খারাপ হয়েছিল। সবার মনে প্রশ্ন উকি দিয়েছে কি কারণে খেলছেন না লিটন দাস। চোট কিংবা ফর্মহীনতার কারণেই হয়তো দলে নেই প্রিয় ক্রিকেটার। কিন্তু না, ভিন্ন কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেননি ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ও ব্যাটসম্যান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিসিবি থেবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে লিটনের বিস্তারিত শারীরিক অবস্থার কথা জানানো হয়। একই সঙ্গে চলমান টেস্টের স্কোয়াড থেকে তার ছিটকে পড়ার কথাও জানিয়ে দেওয়া হয়।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটন দাস তীব্র জ্বরে ভুগছেন। সঙ্গে তার শরীরে প্রচণ্ড ব্যথা, শারীরিক দুর্বলতা, সর্দি-কাশি। বলতে গেলে পুরোপুরি অসুস্থ তিনি।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম শারীরিক আপডেট পুরোপুরি দিচ্ছিলেন। তিনি বলেন, ‘লিটন খুব বেশি জ্বরে ভুগছেন। ২৮ অক্টোবর সন্ধ্যা থেকেই জ্বরে ভুগছেন। মঙ্গলবার সকালে জানানো হলো তিনি এই টেস্ট থেকেই ছিটকে গেছেন।’

লিটন এখন টিম হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন।

যাযাদি/এআর