প্রথম ইনিংসে তুলনায় প্রায় তিনগুণ বেশি রান করেও দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে পারলো না বাংলাদেশ। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থামলো ৩০৭ রানে, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ালো ১০৬ রান।
আশা ভরসার প্রতীক হয়ে টিকে থাকা মেহেদী হাসান মিরাজ খুব কাছে গিয়েও সেঞ্চুরির দেখা পাননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। চতুর্থ দিন সকালে মাত্র ২৫ মিনিট টিকতে পেরেছে বাংলাদেশ, যোগ করেছে ২৪ রান। ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামে তারা। এক রানের মধ্যেই ফিরে যান নাঈম হাসান।
আগের দিন মিরাজকে দারুণ সঙ্গ দেওয়া ডানহাতি এই অফ স্পিনার ২৯ বলে একটি চারে ১৬ রান করে আউট হন। ৩০০ পেরিয়ে থামেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৭ রান করেন। এরপর হাসান মাহমুদকে নিয়ে বেশি পথ পাড়ি দিতে পারেননি মিরাজ। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার করা লেংথ বলে ব্যাট চালিয়ে ¯িøপে ধরা পড়েন ডানহাতি এই অলরাউন্ডার।
এর আগে ১৯১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯৭ রান করেন তিনি। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। মিরাজের সঙ্গে দারুণ এক জুটি গড়া অভিষিক্ত জাকের আলী অনিক ৫৮ রান করেন। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৪০ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৩৩ রান করেন। তোপ দাগা প্রোটিয়া পেসার রাবাদা ৬ উইকেট নেন। কেশব মহারাজ ৩টি ও উইয়ান মুলডার একটি উইকেট পান।
যাযাদি/ এসএম