ইয়ামালের জন্য ৩ হাজার কোটির প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১৪:৩১

যাযাদি ডেস্ক
লামিন ইয়ামাল

১৬ বছর বয়সে অভিষেকের পর থেকে নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তরুণ ফরোয়ার্ডকে দলে পেতে উঠে-পড়ে লেগেছে ক্লাবগুলো। বড় অঙ্কের প্রস্তাব পেলেও ইয়ামালকে ছাড়তে রাজি নয় কাতালান ক্লাবটি। জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

আর্থিক ফেয়ার প্লে নীতির কারণে বেশ লম্বা সময় ধরে দলবদলে হিসাব-নিকাশ করে খরচ করতে হচ্ছে বার্সাকে। এসব কারণে আলোচনায় আসে খেলোয়াড় বিক্রি করে ভারসাম্য রক্ষা করছে তারা।

বার্সার টেলিভিশন চ্যানেলে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘এমন কিছু লোক আছে যারা মনে করেন আমরা খেলোয়াড় বিক্রি করে অর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টায় আছি। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এমন নয়। যে খেলোয়াড়রা চলে গেছেন, তারা খেলাধুলার সম্পর্কিত কারণেই গেছেন। দলবদল বাজারে আমরা কী করছি সেটা জানি। চাই যারা সেরা খেলোয়াড় এবং নিজেদের ইচ্ছায় এখানে থাকতে চায়, তারাই থাকবে। নানা সময়ে আমরা সেটাও করে দেখিয়েছি।’

আসছে গ্রীষ্ম মৌসুমে ইয়ামালের জন্য ২৭ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন, বলছেন বার্সা সভাপতি, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ২৩৬ কোটি টাকা। প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন লাপোর্তা, ‘বার্সা এমন একটি ক্লাব যেখানে লামিনের মতো খেলোয়াড় আছে। তাকে নেওয়ার জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এসেছিল। কোনো আগ্রহ দেখাইনি, প্রত্যাখ্যান করে দিয়েছি।’

যাযাদি/ এসএম