রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পরাক্রমশালী ভারত লজ্জার রেকর্ডে ডুবল

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৪, ১৪:১৯
ছবি: সংগৃহীত

পরাক্রমশালী ভারত ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশকে পাত্তায়ই দেয়নি। দুই ম্যাচের সিরিজে দুইটিতেই জয় পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চিত্র যেন একবারেই বদলে গেছে।

বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনটায় রীতিমত ভারতকে লজ্জা দিয়েছে সফরকারী দলটি। টিম ইন্ডিয়াকে বাগে পেয়ে এদিন শুরু থেকেই চেপে বসেছে নিউজিল্যান্ডের পেস লাইনআপ। টিম সাউদি ইনিংসের শুরুতেই রোহিত শর্মাকে বোল্ড করে ফিরিয়েছেন।

এরপরের কাজটা সেরেছেন উইল ও’রুর্কি আর ম্যাট হেনরি। সেইসঙ্গে চারটা দুর্দান্ত ক্যাচের সুবাদে ভারত পেয়েছে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অলআউটের লজ্জা। নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।

ঘরের মাঠে এটিই ভারতের টেস্টে সর্বনিম্ন রানের ইনিংস। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে সামগ্রিকভাবে এটি ৩য় সর্বনিম্ন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৪২ রান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে