নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হার নিগারদের

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪১

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা। ১১৯ রানের টার্গেটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিরা সংগ্রহ করেন ৯৭ রান।

১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগ্রেস ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। তবে দলীয় ১৬ রানে ১২ বলে ৬ রান করে আউট হন দিলারা। এরপর ৩৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারি একাই চালিয়ে যান। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ৪৮ বলে ৪৪ রান করেন মোস্তারি। ইংল্যান্ডের পক্ষে লিনসে স্মিথ ও চার্লি ডিন নেন ২টি করে উইকেট।

এর আগে শারজাহর মন্থর উইকেটে ভালোই দাপট দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। টস জিতে দুই ইংলিশ ওপেনার পাওয়ার প্লের ৬ ওভারে ৪৭ রান তুলে নিয়ে দুরন্ত সূচনা করেছিলেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই স্বরূপে আবির্ভূত হন বাংলাদেশি স্পিনাররা। রাবেয়া খান, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন এ তিন স্পিনারের আটসাঁট বোলিংয়ে ইংলিশদের রানের গতিতে ভাটা পড়ে। 

তখন নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে তারা। নাহিদা ও ফাহিমা ২টি করে উইকেট নেন। তবে লেগস্পিনার রাবেয়া ১টি উইকেট পেলেও রান দেওয়ার বেলায় ছিলেন সবচেয়ে কৃপণ। ৮ ওভারে মাত্র ১৫ রান দেন তিনি। মিডিয়াম পেসার রিতু মনিও ২টি উইকেট নেন।

‘বি’ গ্রæপে বাংলাদেশ দলের পরের ম্যাচ ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপে শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ ইংল্যান্ডের কাছে হারার আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিলেন নিগাররা।

যাযাদি/ এসএম