মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

দিনের শুরুতেই মমিনুলের বিদায়

যাযাদি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৯
আপডেট  : ০১ অক্টোবর ২০২৪, ১০:৫৭
ছবি: সংগৃহীত

কানপুর টেস্টে মূল রোমাঞ্চটা ছরাবে আজ পঞ্চমদিন। চতুর্থ দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ অলআউট হয়েছে। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে মারকাটারি ব্যাটিং করে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো ভারতের চেয়ে তারা পিছিয়ে ২৬ রানে। আজ তাই জমজমাট হতে যাচ্ছে দিনের খেলা। পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৫২ রান। সাদমান ইসলাম ২৪ আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৭ রানে। বাংলাদেশের লিড ৫ রান।

এর আগে গতকাল সোমবার চতুর্থ দিনে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তখন স্বাগতিকদের লিড ৫২ রানের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২৬ রান তুলতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হন ওপেনার জাকির হাসান। অশ্বিনের বলে এলবিডবিøউ হন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেও খুব একটা লাভ হয়নি। হাসান আউট হন ৯ বলে ৪ রান করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে