বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩৭৬  

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯

যাযাদি ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রথম দিনের শেষ সেশনে অশ্বিন-জাদেজার দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে বেশ চাপেই ফেলেছিল ভারত। দ্বিতীয় দিনে বড় স্কোরের লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারতকে খুব বেশি রান যোগ করতে দেয়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের গতির ঝড়ে প্রথম সেশনের মাঝপথেই ৩৭৬ রানে গুটিয়ে গেছে ভারত।

গতকাল ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন জাদেজা ও অশ্বিন। অশ্বিন খেলেছেন ওয়ানডে মেজাজে, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাদেজা। মারমুখী ব্যাটিংয়ে ১০৮ বলে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। গতকাল প্রথম দিনে সপ্তম উইকেটে তারা ১৯৫ রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই ভারতের সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড। এমনকি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সপ্তম উইকেটে এর আগে এত রানের জুটি দেখেনি। 

৮৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান। ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এছাড নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট পান।

যাযাদি/ এসএম