শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১০০ কোটি ইউরো আয় রিয়ালের

যাযাদি ডেস্ক
  ২৫ জুলাই ২০২৪, ১১:৪৫
ছবি: সংগৃহীত

প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয় করেছে রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয়ের খবর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইটে বুধবার দেওয়া বিবৃতিতে রিয়াল জানান, তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি। গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এই অর্থবছরে কর দেওয়ার পর মোট লাভ করেছে এক কোটি ৬০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে ৩২ শতাংশ বেশি। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে ৬০৭ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করে ফোবর্স, সারা বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় যা একাদশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে