শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

রোমানিয়াকে হারিয়ে শেষ আটে নেদারল্যান্ডস

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ১০:৪৭
ছবি: সংগৃহীত

রোমানিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর খেলায় তারা ৩-০ গোলে জয় পেয়েছে। কোডি গোকপো ও ডনইয়েল মালেন করেছেন গোল তিনটি। মালেন জোড়া গোল করেন। ২০০৮ সালের পর এই প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো সাবেক চ্যাম্পিয়ন দলটি।

বড় দলের বিপক্ষে শুরুতে কিছুটা উজ্জীবিত ফুটবল খেলেছে রোমানিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে একবার সুযোগও পায় দলটি। কিন্তু বক্সের বাইরে জায়গা বানিয়ে দেনিস মানের নেওয়া শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। এরপরের পুরো গল্পটাই নেদারল্যান্ডসের। ২০তম মিনিটে চমৎকার এক গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন কোডি গাকপো। সিমন্সের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, একজনের বাধা এড়িয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। লিড নেয়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে নেদারল্যান্ডস। তবে প্রথমার্ধে বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে নেদারল্যান্ডস। তবে ফলাফল পেতে সময় লেগেছে অনেক। একের পর এক আক্রমণে ব্যর্থ হওয়ার পর ৮৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ডাচরা। বক্সের ভেতর বাঁ দিকের বাইলাইনের কাছে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে দারুণ পাস দেন গাকপো, ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা মালেন।

ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মালেন। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে