শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝড়ের পর সূর্য দেখছেন জিদান

ক্রীড়া ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২০, ২০:৫৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরুসিয়া মগ্লাডবাখের বিপক্ষে কোনোমতে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য ইন্টার মিলানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে ইউরোপের সফলতম দলটি।

তার ওপর স্প্যানিশ লা লিগায় মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসের কমতি নেই দলটির কোচ জিনেদিন জিদানের। ফরাসি কিংবদন্তির আশা, শিগগিরই কাটবে কঠিন সময়, ছন্দ খুঁজে পাবে দল।

বিশেষ করে স্প্যানিশ লা লিগায় রিয়াল নেমে গেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। জয়ের দেখা মেলেনি শেষ দুই ম্যাচে; হার একটিতে। এবার নিজেদের মাঠে আলাভেসের মুখোমুখি হবে তারা। ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী রিয়াল বললেন জিদান, ‘নিজের ওপর ও নিজের কাজে বিশ্বাস রাখতে হবে। খেলোয়াড়দেরও তাই করতে হবে। আমি খুব ইতিবাচক আছি। আমি বিশেষ একটি পদে আছি। আর ঝড়ের পরই কিন্তু সব সময় সূর্যের দেখা মেলে। এটাই জীবন। আমাদের যে মান আছে, আমরা ভালো করব। সামনে আরও কঠিন মুহূর্ত আসবে, তবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা সর্বাত্মক করব।’

আর এজন্য শিষ্যদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন সাবেক এই ফরাসি মিডফিল্ডার, ‘রিয়ালের বিপক্ষে দলগুলো যেন আরও বেশি উদ্দীপ্ত থাকে। জিততে হলে আমাদের দেড়শ শতাংশ দিতে হবে। তবে আমরা যদি তাদের পর্যায়েও থাকি, তাহলে আমাদের মান পার্থক্য গড়ে দিতে পারবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে