পাকিস্তান দলে কোনো গ্রুপিং নেই : বাবর

প্রকাশ | ২১ নভেম্বর ২০২০, ২১:১৬

ক্রীড়া ডেস্ক

ভারতীয় উপমহাদেশের ক্রীড়া সংস্কৃতিতে গ্রুপিং কথাটি বেশ প্রচলিত। তবে ধীরে ধীরে এই সংস্কৃতি থেকে দলগুলো বের হয়ে আসছে। ব্যতিক্রম নয় পাকিস্তানও। শুক্রবার তো দেশটির নতুন টেস্ট অধিনায়ক বাবর আজম বললেন, পাকিস্তান দলে নেই কোনো গ্রুপিং। দলের স্বার্থে সবাই এক।

 

সোমবার ৩৫ ক্রিকেটার এবং ১৫ কর্মকর্তার বিশাল বহর নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে পাকিস্তান। এই সফরে তিন টি২০ ও দুই টেস্ট খেলবে পাকিস্তান। এর বাইরে পাকিস্তান ‘এ’ দলেরও রয়েছে বেশ কিছু চারদিন ও ২০ ওভারের ম্যাচ। তার আগে টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্বও তুলে দেওয়া হয়েছে বাবর আজমের কাঁধে।

 

সম্প্রতি আজহার আলীকে টেস্ট অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই পদের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার মুখিয়ে ছিলেন বলে জানা যায়। তবে শেষতক বাবর আজমের কাঁধে এ দায়িত্ব। এজন্য অন্যরা মনোক্ষুন্ন হবেন কি না কিংবা দল সামলাতে কোনো সমস্যা হবে বলে মনে করেন কি না, গণমাধ্যমের এমন প্রশ্নে বাবর আজম বলেন, ‘আমাদের দলটা একেবারে তরুণ একটা দল। আমাদের ড্রেসিংরুমে কোনো বিভক্তি কিংবা দলাদলি নেই। দল একটাই। সবাই অন্যদেরকে সম্মান করে এবং বিপদে পাশে থাকে। অন্যকে ‘ল্যাং’ মারার জন্য কেউ বসে নেই দলে।’

 

এবারের এই নিউজিল্যান্ড সফরেই প্রথমবারের মতো পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়কত্ব করবেন বাবর। তবে এতে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না তিনি। কেননা ক্রিকেট ক্যারিয়ারে সব সময় চাপের সঙ্গে লড়াই করেই খেলেছেন এ ডানহাতি ব্যাটসম্যান ‘আমি সব সময়ই চাপ নিয়ে খেলেছি। যখন দলে আসি তখন পারফর্ম করার চাপ ছিল। নিজেকে প্রমাণ করার চাপ ছিল। প্রতিদিনই আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ি। এখন নতুন চ্যালেঞ্জ কিংবা দায়িত্ব এসেছে। আমি চেষ্টা করব নিজের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করে টেস্টেও ভালো কিছু করতে। আমার মূল কাজ হবে প্লেয়ারদেরকে সাপোর্ট দেওয়া। বিশেষ করে যারা অফফর্মে আছেন, তাদের এখন সাপোর্ট করা সবচেয়ে বেশি প্রয়োজন। অধিনায়ক হিসেবে আপনাকে আত্মবিশ্বাস দেখাতে হবে এবং অন্যদেরকেও আত্মবিশ্বাসী করে তুলতে হবে।’

 

দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও কোনো বিভেদ নেই বলে পরিষ্কার করেছেন বাবর, ‘আমি সিনিয়রদের কাছ থেকে সব সময়ই পরামর্শ নিই। আজহার ভাই এবং সরফরাজ ভাইয়ের কাছ থেকে অনেককিছু শিখেছি। ভবিষ্যতেও যদি প্রয়োজন হয়, তাদের সঙ্গে আমি আলোচনা করব। তবে অবশ্যই আমি নিজের মনমতো সিদ্ধান্ত  নিব।’

 

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ওয়ানডে কিংবা টি২০ ৫০-এর উপরে গড় তার। টেস্টেও প্রায় ৪৬। আইসিসি র‌্যাংকিংয়ের তিন ফরম্যাটে শীর্ষ ৫-এ থাকা একমাত্র ব্যাটসম্যান এখন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। এবার তিন সংস্করণের ক্যাপ্টেন্সির প্রভাব কি তার ব্যাটিংয়ে পড়বে তার? এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি নিজেকে পুরোদস্তুর ব্যাটসম্যান ভাবতে পছন্দ করি এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলতে ভালোবাসি। আমি জানি, দল আমার ওপর ভরসা রাখে। আমিও প্রতিক‚ল পরিস্থিতিতে ব্যাটিং উপভোগ করি। বিশেষ করে বিদেশের মাটিতে।’

 

আসন্ন নিউজিল্যান্ড সফরের দুই ফরম্যাটের সিরিজ নিয়ে আশাবাদী বাবর আজম, ‘আমরা টানা ম্যাচ খেলার পর (পিএসএলে) পাকিস্তান সুপার লিগ শেষে এবার নিউজিল্যান্ডের পথে যাত্রা করলাম। আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি এবং ওদের বিপক্ষে সব সময়ই ভালো খেলি। সুতরাং আমাদের বড় ধরনের কোনো সমস্যা হবে না।’