শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেছাল মেয়েদের টি২০ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
  ২০ নভেম্বর ২০২০, ২০:৩৫

২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা ছিল নারীদের টি২০ বিশ্বকাপ। কিন্তু এই টুর্নামেন্ট তিন মাস পিছিয়ে দিয়েছে আইসিসি। তার মানে পরের বছরের ফেব্রæয়ারিতে মাঠে গড়াবে নারীদের এই বিশ্বকাপ। নারী টি২০ বিশ্বকাপ পেছলেও দুটি মেজর টুর্নামেন্ট থাকছে। এর মধ্যে অন্যতম হল ওয়ানডে। যা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।

এদিকে ইংল্যান্ডে হবে কমনওয়েলথ গেমস। আইসিসি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানায়। আগের সূচিতে ২০২৩ সালে কোনো মেজর ইভেন্ট না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত অগাস্টে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয় আইসিসি। নিউজিল্যান্ডে প্রাথমিকভাবে যা হওয়ার কথা ছিল ২০২১ সালের ফেব্রæয়ারি-মার্চে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আগামী জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে