মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৩, ১২:৪৯

যাযাদি ডেস্ক

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পর্ষদ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন (বিএমআরই) এবং ঋণ পরিশোধ করতে এ শেয়ার ইস্যুর অর্থ ব্যবহার করা হবে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

তথ্য অনুসারে, ওরিয়ন ইনফিউশনের পর্ষদ ২ঃ১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এক্ষেত্রে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা। এ বিষয়ে কোম্পানিটি আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন চাইবে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়।

যাযাদি/ এসএম