নকলায় বাস চাপায় বৃদ্ধ লোকের মৃত্যু
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৬

শেরপুরের নকলায় সড়ক পথে দূর্ঘটনায় কাসেম আলী ওরফে কাসু মিয়া (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল বিকেলে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাসেম আলী ওই এলাকার মৃত তোরাব আলীর পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাসেম আলী মঙ্গলবার বিকেলে নকলা-নালিতাবাড়ীর আঞ্চলিক সড়কের ধনাকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় সরকার পরিবহনের বাস চাপা দিলে রাস্তা পড়ে গিয়ে আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত আনুমানিক ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাসেম আলী মৃত্যৃবরণ করেন।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।