ডেফোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত
ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৯:১৫

ফেনী পরশুরাম সড়কের বন্দুয়া হাজী স্টোর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম মহিউদ্দিন ওরফে তমাল (২৫)। পরিবারের লোকজন জানান সে ঢাকা ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
সোমবার ২৮ এপ্রিল বিকেল ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। ময়নাতদন্তের জন্য মহিউদ্দিন তমালের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
মহিউদ্দিন তমালের ফুপাতো ভাই হেলাল উদ্দিন জানান, ঘটনার সময় তাঁর ভাই একটি মোটরসাইকেলে করে ফেনী থেকে ফুলগাজীর নোয়াপুর যাওয়ার পথে বন্দুয়া হাজী স্টোর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) যষমন্ত মজুমদার জানান, নিহত মহিউদ্দিন তমাল উপজেলা মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি পরিবারের লোকজনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।