সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত

সাতক্ষীরা  প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৫, ১২:১৮
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইক চালক নিহত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক বাইক চালক নিহত হয়েছেন। সোমবার ২৮ এপ্রিল সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী মহিলা মাদ্রাসার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম নাঈম হোসেন।

তিনি কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাকডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নাঈম হোসেন মোটরসাইকেল চালিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা থেকে বালু বোঝাই একটি ট্রাক আগরদাড়ি মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় কয়েকজন জানান, মোবাইলে কথা বলা অবস্থায় বাইক চালানোয় এই দূর্ঘটনা ঘটেছে।

পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে