নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির (৪৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ২৭ এপ্রিল বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মো. দবির উদ্দিন ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি যাত্রীবাহী সিএনজি লোহাগড়ায় আসার পথে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সিএনজি চালক নাসির ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে।
দূর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ, লোহাগড়া ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৃষ্ট ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।