শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০

  ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৭
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০
ছবি: যায়যায়দিন

বরিশাল জেলার বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নে নয়া রাস্তা সংলগ্ন এলাকায় দুপুর ১টার সময় ঢাকা থেকে আগত বাউফলগামী কিংস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১০/১২জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় একজন নারী যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন উদ্ধার করা নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে প্রথমে স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন, এরপর কিছু সময়ের মধ্যেই বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুত্বর আহত একজন নারী যাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনা কবলিত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সড়ক দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম যায়যায়দিন কে জানান , বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন ও আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে ,এ বিষয়ে কোনো আবেদন পেলে অবশ্যই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে