ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৪:০৯

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে পথচারী পায়েল ও মোটরসাইকেল চালক নিরব গুরুতর আহত হয়।

 

রাত ১১ টার দিকে আহত পথচারী পায়েল (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি উপজেলা দক্ষিণপাইকশা গ্রামে।

 

আহত নিরব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামে ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের কনসার্ট দেখতেে আসে আহত নীরব ও তার বন্ধুরা। 

 

 অপরদিকে শুক্রবার দিবাগত  রাত ৩ টার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক অপর একটি  মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। নিহত আমিনুল মাওয়া এলাকায় ঘুরতে এসেছিল। 

 

অন্যদিকে শনিবার সকালে সিরাজদিখানে নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই  মারা যান মোটরসাইকেল চালক ইউসুফ। 

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।  রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। 

 

এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহগুলোকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।