আড়াইহাজারে সড়ক পথে দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার ২৩ এপ্রিল দুপুর আড়াইটায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আড়াইহাজার থেকে মদনপুরগামী একটি পিকআপের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালকের নাম রমজান আলী (৫৫) । সে উপজেলার হাইজাদী ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আলমাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পিকআপটি আড়াইহাজারের দিকে যাওয়ার পথে অটোরিকশাটিকে ধাক্কা দিলে রমজান গুরুতর আহত হয়।
পরের স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। স্বজনরা তাকে পঙ্গু হাসপাতালের নিয়ে যাওয়ার সময় পথে বিকাল ৪ টার দিকে মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করেন।