গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন ঘোড়াশালগামী রেলপথের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানায়। পরে স্টেশন মাস্টার নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে, দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরনে ছিল ফ্যাকাশে সবুজ রঙের টি-শার্ট এবং কালচে রঙের প্যান্ট।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে ট্রেন থেকে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”