মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শায়েস্তাগঞ্জে মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৫, ১৯:০৬
আপডেট  : ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৭
শায়েস্তাগঞ্জে মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকি ছবি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পুরুষ পথচারী (৩০) নিহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানির কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, ‘শ্যামলী পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসের ড্রাইভার তাকে চাপা দিয়ে দ্রুত বাসটি নিয়ে চলে যায় । নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তার পরিচয় শনাক্ত করতে কাজ করছেন বলে জানান। একই সাথে পিবিআইকে খবর দেয়া হয়েছে। তিনি বলেন- পিবিআই তার ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে