বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অটোরিক্সা খাদে পড়ে ব্রাহ্মণপাড়ায় চালকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০২
অটোরিক্সা খাদে পড়ে ব্রাহ্মণপাড়ায় চালকের মৃত্যু
ছবি: যায়যায়দিন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামের আল আমিন (৩০) নামে এক অটোরিক্সা চালক মারা যান।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে অটোরিক্সা নিয়ে বুড়িচং যাওয়ার পথে নোয়াপাড়া নামক স্থানে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ঘটনার দিন সকালে সাহেবাবাদ বাজার থেকে অটোরিক্সায় পেয়াজ বোঝাই করে বুড়িচং যাচ্ছিলেন আল আমিন।

অটো রিক্সাচালক আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই মিজান চেয়ারম্যানের বাড়ির রোমান মিয়ার একমাত্র ছেলে।

অটো রিক্সাচালক আল আমিনের নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে