বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৫, ১৯:৩৬
রাজিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
যায়যায়দিন

কুড়িগ্রামের রাজিবপুরে মোটরবাইক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছেন। রোবাবর (৩০ মার্চ) রাত ৮ টায় উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের নিকটে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার রাত্রি ৮.০০ ঘটিকায় স্থানীয় কোদালকাটি বাজার থেকে মোটরবাইক চালিয়ে কাদের মেম্বার পাড়া নামক গ্রামে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে সজোড়ে ধাক্কা লাগে এবং আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তার পরিবারে মেডিকেল কলেজে অধ্যায়নরত এক ছেলে এবং বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত একমেয়ে এবং স্ত্রী রয়েছেন।

তিনি অত্র উপজেলার অন্তর্গত কোদালকাটি ইউনিয়নের কাদের মেম্বার পাড়া গ্রামের মরহুম বাহেজ আলীর ছেলে এবং

বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরিরত ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক -শিক্ষাথীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে