নীলফামারীর সৈয়দপুরে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পাঁচমাথা মোড় এলাকায় রোকসানা আক্তার (৫০) নামে ব্যাটারী চালিত অটো-রিক্সার এক মহিলা যাত্রী অটো-রিক্সার চাকায় পড়নের ওড়না পেঁচিয়ে যাওয়ায় সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নিহত হয়েছেন। নিহত রোকসানা শহরের হাতিখানা উর্দূ ভাষী ক্যাম্পের বাসিন্দা মোক্তার হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান, ডায়াবেটিস পরীক্ষার জন্য হাতিখানা ক্যাম্পের বাসা থেকে বের হয়ে অটো-রিকশা যোগে সৈয়দপুর শহরের দিকে যাওয়ার পথে অটো-রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যাযাদি/ এমএস