বাসের জানালা দিয়ে উঁকি, প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৬

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বার্ষিক শিক্ষা সফরে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা যায়। 

ওই শিক্ষার্থী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে রাশেদুল ইসলাম। 

সকাল সাড়ে ৮টায় স্কুল প্রাঙ্গণ হতে বাস ছেড়ে কিছুদূর যাওয়ার পর সোনাকান্দর গ্রামের একটি মোড়ে রাশেদুল ইসলাম জানালা দিয়ে মাথা বাহির করলে একটি কাঁঠাল গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমরা শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছি। রাশেদুল ইসলাম  না মানায় এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটলো। যা আমাদের সকলের জন্য বেদনাদায়ক।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

যাযাদি/ এমএস